ঢাকা   ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ । ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় মধু মাসে বাহারি ফলের সমাহার, নজরদারির অভাবে ভোগান্তিতে ক্রেতারা । ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় নেই গণশৌচাগার, হাসপাতালই এখন শেষ ভরসা ! মনোহরদীতে ফ্রি চিকিৎসা সেবা পেলেন সহস্রাধিক অসহায় রোগী । লালমোহন বাজার ব্যবসায়ী দের সাথে বিএনপির মতবিনিময় সভা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত । শুকনো মরিচ বিক্রি হয় শালবাহা হাটে কৃষকেরা দাম পাচ্ছেনা  নিশার টাকা জোগাড় করতে সাইকেল চুরি করতে এসে হাতেনাতে ধরা খেলো। জাফলং–ডাউকি নদীতে ‘বালু দস্যুদের দৌরাত্ম্য  ইজারাবিহীন এলাকা থেকে ৫ কোটি ঘনফুট বালু উত্তোলন, ক্ষতির পরিমাণ ১হাজার ৫০০ ( শত) কোটি টাকা! বালুগুলো জব্দের জোর দাবি।  মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষীতে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকারের শুভেচ্ছা জয়পুরহাটে “উলামায়ে দেওবন্দের অবদান” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৫দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, মে ১৭, ২০২৫
  • 39 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ।

 

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প” দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৭ মে ২০২৫ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মাববন্ধনে সভাপতিত্ব করেন এ.বি.এম.গোলাম কিবরিয়া।

মানবন্ধনে বক্তব্যে রাখেন শিক্ষক মোঃ ওয়ালিদ হাসান সাধারণ কেয়ারটেকার আবুল কালাম আজাদ মডেল কেয়ারটেকার মোঃ আব্দুস সামাদ বাদশা ফিল্ড সুপারভাইজার মুহাঃ আনোয়ারুল হক ইমাম খতিব মাওলানা মোঃ মুখতার আলী, মাওলানা মোঃ আবুজার গিফারী মাওলানা মোঃ ওমর ফারুক আব্দুস সামাদ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন, গত ৫মে তাদের বেতন-ভাতা প্রদান করার কথা ছিলো কিন্তু তা হয় নি যা খুব কষ্ট ও হতাশার বিষয়। গত ইদুল ফিতরের প্রকল্পের জনবল ও শিক্ষক কেয়ারটেকারদের বেতন ভাতা দেওয়া হয়নি।

তারা আরো বলেন, বেতন ভাতা ছাড়াই তারা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন। পবিত্র ঈদুল আজহা’র পূর্বে তাঁদের বেতন-ভাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে।

দাবিসমূহ-

০১। জানুয়ারি-২০২৫ খ্রি. হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহা’র পূর্বেই সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে।

০২। প্রকল্পে ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভূক্ত করতে হবে।

০৩। ৭ম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর করতে হবে।

০৪। কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করতে হবে।

০৫। শিক্ষকদের সম্মানী-ভাতা বৃদ্ধি করতে হবে।

পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেয়া হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪