মোঃ কুতুব উদ্দিন, ঢাকা।
ঢাকার গুলিস্থান এ বিভিন্ন রাস্তা বন্ধ করেই এক পর্যায়ে ফুট দোকানীরা জমিয়েছেন বিভিন্ন পোশাকের বাহারি দোকান, গুলিস্তান গোঁলাপ শাহ মাজার সংলগ্ন চারিপাশে একই অবস্থা।
হাজার জন সাধারণ মানুষের চলাচল দূর্গম এ পথ গুলি দিন রাত অধিকাংশ সময়ই জ্যামজট এ পরিপূর্ণ থাকে এবং ভোগান্তি হয় সাধারণ খেটে খাওয়া মানুষ কর্মস্থলে সময় মতো পৌছানো নিয়েই অফিস ঝামেলা পোহাতে হচ্ছে চাকুরীরত চাকুরীজীবিদের সাড়া দিন গাড়ি জ্যামজটের জটিলতা পোহাতে হচ্ছে প্রতিনিয়ত মানুষের, রমরমা ব্যবসা করছেন ফুটের বাহারি পোশাক ব্যবসায়ীরা,এই গাড়ি চলার পথ গুলি বন্ধ করে বিভিন্ন ভাবে চাদা খেয়ে এক শ্রেনীর অসাধু চাদা খাওয়া সন্ত্রাসী বাহিনী, যারা সর্বকালেই এসব করে থাকেন।
দোকানদার দের জিজ্ঞাসা করে জানা যায়- আগে যা দিতাম এখন ৫০ টাকা বেশি দিতে হয়। আমরা কি করুম আমাগো কাম কইরা খাইতে তো অইবো” দল নাম এসব বলতে তারা মুখ খুলছেন না ভয়ে।খুব জমে উঠেছে রাস্তা বন্ধ করে ব্যবসায়ী দের বাহারি পোশাক জুতা অন্যান্য ব্যবসাও চলছে ফুটে দেখার কেউ নেই বলার কেউ নেই, সাধারণ মানুষের দুর্ভোগ।