হাবিব, গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ০৪ (চার) জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন।
আগামী ৮মে/২৪ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে গতকাল ২৩ এপ্রিল/২৪ প্রতীক বরাদ্দের দিন ছিল। যাঁদের প্রতীক বরাদ্দ হয়েছে তাঁরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন(আনারস মার্কা) , কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং মোহাম্মাদ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন(ঘোড়া মার্কা) , কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাহানুর ইসলাম সাকিল(মোটরসাইকেল মার্কা), সেনা বাহিনীর নন-কমিশন অফিসার (অবঃ) আতাউর রহমান রানু(হেলিকপ্টার মার্কা)।
এদিকে গতকাল প্রতীক বরাদ্দের পর থেকে আনারস,ঘোড়া, হেলিকপ্টার ও মোটরসাইকেল প্রার্থীর সমর্থকেরা উপজেলার আশেপাশে দফায় দফায় মিছিল করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে। প্রার্থীর সমর্থকেরা ভোটারদের মাঝে গণসংযোগ করছেন তাদের পছন্দের মানুষকে ভোটে জয়যুক্ত করার জন্য। এ দিকে উপজেলার বিভিন্ন হাটে -বাজারে,চায়ের স্টলে, গ্রামে সব জায়গায় ভোটের আমেজ বেড়েই চলেছে।
উল্লেখ্য, ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত বগুড়ার গাবতলী উপজেলা। গাবতলী উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে এ উপজেলায় মোট ভোটার রয়েছে ২লাখ ৮০হাজার ৯’শ ২৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৪১হাজার ৩’শ ২৩ ও মহিলা ভোটার ১লাখ ৩৯হাজার ৬’শ ৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।