শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
আগষ্ট বিপ্লবের সময়ে খুলনার পাইকগাছার দুই শহীদ পরিবারের কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌছে দেয়া হয়েছে। রোববার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাপুর গ্রামের রকিবুল ইসলামের অন্ধ পিতা রফিকুল ইসলাম ও তার ছোট বোনের কাছে ও রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠুপুর গ্রামের শহীদ নবী নুর মোড়লের পরিবারের কাছে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টরও খুলনা বিভাগয়ী আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী,সদস্য সচিব ড.এস এম ফেরদাউস, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এস এম এনামুল হক ও পৌর আহ্বায়ক আসলাম পারভেজ ।