সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া ।
আইএফআইসি ব্যাংকের পিলসি কুষ্টিয়া শাখার উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি ২০২৪-২০২৫ অনুষ্ঠান (১০ জানুয়ারি) শুক্রবার শহরের এনএস রোড ব্যাংক কার্যালয়ে বিকাল ৪ টার সময় অনুষ্ঠিত হয়েছে। কম্বল বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুষ্টিয়া শাখার আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান।
শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান বলেন, আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি সারা দেশে আইএফআইসি প্রতিষ্ঠানটি প্রায় শাখা-উপশাখা থেকে কম্বল বিতরণ করা হয়েছে। আমরা আমাদের আইএফআইসি ব্যাংক কুষ্টিয়া শাখার পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেওয়ায় আমরা খুবই আনন্দিত। তিনি আরো বলেন, আইএফআইসি ব্যাংক সারাবছরই বিভিন্ন ধরনের মানবিক কাজ করে থাকে। এর মধ্যে নারী দিবস পালন, গ্রীষ্মকালে মৌসুমি ফলের সমন্বয়ে মধুমাস উৎসব পালন, শীতকালে প্রতিবেশীদের নিয়ে পিঠাপুলি খাওয়ার উৎসব ও কম্বল বিতরণ এবং রমজানে ইফতারির আয়োজনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা করছি।
অসহায় দারিদ্র মেহনতী মানুষেরা জীবন সংগ্রামের জন্য কম্বল গুলো হাতে পেয়ে তারা বলেন, আমরা খুবই আনন্দ প্রকাশ করেছি। আমাদের শীতনিদ্রার জন্য কম্বল গুলো খুবই প্রয়োজন ছিলো। এই শীতে আমরা অনেক কষ্ট করেছি। আজ কম্বল গুলো পাওয়াতে আমরা খুবই উপকৃত হয়েছি। অনুষ্ঠানে আগত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন।