ঢাকা   ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
২০ নং ফোল্ডারের ১১ গ্রামের মানুষের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশা দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের রোগ মুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা ও পৌর যুবদলের দোয়া মাহফিল। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের- ০৪ জন দৈনিক রূপালী বাংলাদেশ” নতুন রূপে প্রকাশিত হওয়ায় চুনারুঘাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে শ্রেনী কক্ষের সংকট বিশালপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের কমিটি প্রকাশ কুষ্টিয়ায় দখলবা‌জি-চাঁদাবা‌জি নি‌য়ে জেলা বিএন‌পির ক‌ঠোর হুঁশিয়ারি নতুন দুই সভাপতি পেল ইবির দুই বিভাগ জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : সোমবার, মে ২০, ২০২৪
  • 12 শেয়ার

তরিক শিবলী, ঢাকা প্রতিনিধি:

 

রাজধানীর উত্তরায় পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়। উত্তরার হাউসবিল্ডিং, বিমানবন্দর ও ৮ সেক্টরে রেলগেট এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) মোঃ খোরশেদ আলম বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বসুমতি ট্রান্সপোর্ট লিমিটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হয়েছেন। তাঁর মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপার পালিয়ে গেলেও দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি। পরিদর্শক খোরশেদ আলম আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহযোগিতা নেওয়া হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপর দিকে উত্তরা পশ্চিম থানার এস আই রিপন চন্দ্র সরকার বলেন, গত কাল সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের উত্তরার হাউসবিল্ডিং এলাকায় ইসলাম পরিবহনের একটি বাসচাপায় এক পথচারী ভিক্ষুক গুরুতর আহত হন। ওই ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। পরে তাঁকে উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রোডের ইসলাম পরিবহন বাসটি চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলগেট এলাকায় গতকাল রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নামা এক যুবক নিহত হয়েছেন। ঘটনা স্থলে যাওয়া গোয়েন্দা পুলিশ সদস্যরা বলেন, ‘ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। মরদেহটি দুই রেললাইনের মাঝখানে পড়ে ছিল । মরদেহের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা গেছে।’ এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ (এস আই) সুনিল চন্দ্রধর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪