মাহমুদুল হাসান , স্টাফ রিপোর্টার:
ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আজ সোমবার (১৭ মার্চ) বিকালে হাফেজ মাওলানা মোহাম্মদ আবু ছালেহ ছালেনুরের সভাপতিত্বে রাজৈর পৌরসভা ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অতঃপর মোনাজাত ও মাগরিব নামাজের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হযরত মাওলানা লোকমান হোসেন জাফরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এ দেশ ওলি আউলিয়ার দেশ। তাই পবিত্র কুরআনের নীতিতেই এদেশ চলা উচিৎ।
তিনি আরও বলেন দেশের সকল ইসলামি দল গুলো এক মঞ্চে চলে আসতে শুরু করেছে এবং এদেশের তৌহিদী জনতা দ্রুতই ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলার সহ-সভাপতি আলহাজ্ব নুরুল আমিন খান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর জেলার সেক্রেটারি মুফতি আল আমিন বিএ ওহাব।
এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজৈর উপজেলা শাখার সভাপতি মোঃ ওহাব মিয়া,
বাংলাদেশ জামাত ইসলামের পৌর আমির শেখ মোশারফ হোসেন, হেফাজত ইসলামের বিভিন্ন নেতাকর্মী, রাজৈর উপজেলা প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা মোঃ সুমন ফকির এছাড়া গণ্যমান্য রোজাদার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।