ঢাকা   ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া জেলাধীন মোকামতলা ৮৫২ গৃহ নির্মাণ ফেডারেশন এর নবনির্বাচিত কমিটি গঠন ৪৯২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  কিশোরগঞ্জে শহীদ জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে ৫ বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার সিটি ও ঢাকা কলেজের সংঘর্ষ হয়ে আহত ঢামেকে ৩২ জন ঈশ্বরদীতে এসডি টেলিভিশন ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ভটভটি গাড়ির ধাক্কায় এক প্রতিবন্ধী কিশোর নিহত  কুষ্টিয়ায় ডাকাতির সময় মা-ছেলেকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনের কথা আমরা বলতে পারিনি মোঃ সেলিম রেজা সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

ইবির বাসচাপায় বৃদ্ধ নিহত চালককে গণপিটুনি

MD: Habibullah 164
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
  • 19 শেয়ার

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়া প্রতিনিধি:

 

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। (১৯ নভেম্বর) মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে চালককে পিটুনি দিয়েছে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত জাহিদুল ইসলাম শহরের হাউজিং এ ব্লকের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় ছিলেন দরজি। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসচালককে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় রমজান আলী বলেন, আজ সকালে জাহিদুল সাইকেলযোগে দোকানে যাচ্ছিলেন। জেলখানা মোড় পার হওয়ার সময় সামনে থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি দোতলা বাসের সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পিষ্ট হন জাহিদুল। এ সময় বাস নিয়ে পালিয়ে যেতে চাইলে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে চালককে পিটুনি দেয়। তা ছাড়া বাসের গ্লাস ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তাপস কুমার সরকার বলেন, ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ মর্গে রয়েছে।ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মওদুদ আহমেদ পরাগ বলেন, ঘটনার পর বাসের গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া চালক সেলিমকে মারধর করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪