খুলনা বিভাগীয় প্রধান: মোঃ জামাল উদ্দিন ।
আজ ঈদ ৩১ শে মার্চ সোমবার ২০২৫ সাতক্ষীরার সদর উপজেলার ৯ নাম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের এক নাম্বর ওয়ার্ডের শাল্যে গ্রামে সকাল ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় ।
উক্ত ঈদুল ফিতরের জামাতে সাতক্ষীরা সদর উপজেলার জামাতের আমির প্রফেসর আব্দুল ওয়ারেস সাহেব উপস্থিত থেকে এলাকার সমস্ত রোজাদার নামাজি ব্যক্তিবর্গ দের নিয়ে একই সঙ্গে কাধে কাঁধ মিলিয়ে গন্যমান্য ছোটবড় একই সঙ্গে শাল্যে হেদায়েতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রয় ঈদগাহ প্রাঙ্গনে সবাই একতাবদ্ধ হয়ে আল্লহর কাছে গোনাহ মাফের জন্য সবাই দোয়া করেন জাতে দেশের সকল স্তরের মানুষ সুখি শান্তি তে বসবাস করতে পারে ।
আগামি ২০২৫ সালকে সামনে রেখে সমস্ত অঙ্গ ও সংগঠনের নেতা কর্মীরা একতাবদ্ধ হয়ে আল্লাহ কাছে দোয়া ও মোনাজত করেন। সবশেষে সবার মঙ্গল ও সুশাস্হ কামনা করে ঈদের জামাত সমাপ্তি করা হয়।