হোসেনপুর(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
বৈষম্যপূর্ণ পারিবারিক আইন পরিবর্তন করি,নারী অগ্রসরতায় বিনিয়োগ বৃদ্ধি করি” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালন করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা,কর্মচারী,নারী প্রশিক্ষণার্থী, নারী উদ্যোক্তা ও সাংবাদিকদের অংশ গ্রহণে শুক্রবার (৮মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মহিলা বিষয়ক অফিসার জিয়াউর রহমানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি) নাশিতা তুল ইসলামের সভাপতিত্বে নারী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় সভাপতি ছাড়াও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল,উপজেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু প্রমুখ।