কাঁদে আকাশ, কাঁদে বাতাস
শেখ মুজিবের স্মরণে,
আমাদের মাঝে যেন তারই সুর বাজে
তিনি আজ নেই আমাদের মাঝে ।।
বিশ্ববহে কত নদীতে,
স্রষ্টার আরও কত সৃষ্টিতে
তিনি জাগ্রত আছেন
আমাদের অন্তরে কাঁদে ফুল,
কাঁদে পাখি সেই বীরের স্মরণে,
যিনি আমাদের রেখে গেছেন
স্বাধীন দেশের মাটির বুকে ।।
সূর্য আমাকে মন্ত্রণা দেয়,
জাতির পিতার জন্য
এদেশে জন্মে জনম আমার ধন্য
তাইতো আমরা বাঙালি মাত্র
জাতির পিতার জন্য গর্বিত ।।
লেখক: মোঃ আল-আমিন মোল্যা,
গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ ।