মোঃজাহাঙ্গীর আলম,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় “কৃষি প্রযুক্তি মেলা-২০২৪” আয়োজন করে উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উল্লাপাড়া উপজেলা প্রশান চত্বরে বর্ণাঢ্য কৃষক র্যালীর মাধ্যমে মেলার কর্মসূচি শুরু করা হয়। আসন্ন উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেদায়েত আহমেদ এলান কৃষি মেলা ও র্যালীতে অংশগ্রহণ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্রনেতা হেদায়েত আহমেদ এলান বলেন,বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হচ্ছে কৃষি। আধুনিক,স্মার্ট ও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে প্রযুক্তিগত দিক থেকে আমাদের কৃষিকে আধুনিক করতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি এগিয়ে যাচ্ছে, আগামীতে আর উন্নত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি এবং কৃষির সাথে জড়িত কৃষকের জীবনমানের পরিবর্তন ঘটবে বলে আমি বিশ্বাস করি।
বর্ণাঢ্য কৃষক র্যালীতে অংশগ্রহণ করেন উল্লাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,উল্লাপাড়া পৌর সভার মেয়র এসএম নজরুল ইসলাম,বিশিষ্ট সাংবাদিক ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।