নুরুল কবির, সাতকানিয়া (লোহাগাড়া) প্রতিনিধি:
সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের উওর ছদাহা ফজুমীর জামে মসজিদের বাষিক সভা গতকাল শনিবার মসজিদের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । ওয়ায়েজীনদের মধ্যে আলোচনা পেশ করেন মৌলানা আয়ুব আলী আনচারী, মৌলানা নেছার উদ্দিন, মৌলানা নুরুল আলম ফারুকী, দাতা সদস্য জাহাঙ্গীর আলম, পেশ ইমাম ইদ্রিস কাদেরী প্রধান আলোচক মুজিবুর রহমান মুজিব বলেন মসজিদ হলো মুসলিম সমাজের মূলকেন্দ্র। এ কারণে রাসুল (সা.) হিজরতের প্রথম দিনই মসজিদ নির্মাণের কাজে আত্মনিয়োগ করেছেন। মদিনায় হিজরতের সময় যাত্রাবিরতিকালে তিনি কুবা নামক স্থানে ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন। পরে মদিনায় পৌঁছে তিনি মসজিদ-ই নববী স্থাপন করেন। এবং সেখান থেকেই ইসলামের জ্যোতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেন বলে তিনি উল্লেখ করেন। মসজিদ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল বলেন, মসজিদ নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারীদের মহান আল্লাহ রাব্বুল আলামীন পছন্দ করেন।
মহাগ্রন্থ আল কোরআনে উদ্বৃতি দিয়ে বলেন, ‘তারাই তো আল্লাহর মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ ও শেষ দিনের প্রতি, নামাজ কায়েম করে। তিনি আরো বলেন, এই মসজিদ নির্মাণ ও সংস্কার কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলমগীর মোরশেদ, এইচ এম হারুন, সোলতান আহমদ, ছৈয়দ আহমদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাক্বী মৌলানা ইদ্রিসসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।