মোল্লা জাহাঙ্গীর আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
রূপসা থানার শ্রীফলতলা ক্যাম্পের পুলিশ একাধিক মামলায় ওয়ারেন ভুক্ত পলাতক আসামি আজমল হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে।
শ্রীফলতলা ফাঁড়ি থেকে জানা যায়- খুলনা জেলার
রূপসা উপজেলার শ্রীফলতলা ভদ্রগাতি গ্রামের আলতাফ হোসেন এর ছেলে আসামি আজমল হোসেন (৪৫) সে দীর্ঘদিন ধরে আত্মগোপন ও পলাতক ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে ও থানার অফিসার ইনচার্জ মো.শওকত কবির এর দিক নির্দেশনায় শ্রীফলতলা ক্যাম্পের এস আই মো. বাবুল ইসলামের নেতৃত্বে এএসআই মো. আনিসুর রহমান ও এএসআই মো. রতন হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ২৮ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে খুলনার নিউ মার্কেট এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।
উক্ত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায়- CR- ১৩০/২৩। খুলনা সোনাডাঙ্গা থানায় CR-৮8৫/২২। সাতক্ষীরা থানায় CR-৫৯/২৩ মামলার ওয়ারেন ভুক্ত ছিলো। পরবর্তীতে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।