ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া-৫ (শেরপুর – ধুনট) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজি প্রমুখ।