শরীফ আহম্মেদ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বধ্যভূমি, আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
উপজেলার দড়িমুকুন্দ বধ্যভূমির পুননির্মাণ কাজ পরিদর্শন ও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন সহ মির্জাপুরের আয়রা আশ্রয়ন প্রকল্পে কাজের অগ্রগতী পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় আর্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও শিশুদের মেধা বিকাশ উপযোগী খেলনা বিতরণ করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও স্থানীয় সরকার দিবস উপলক্ষ্যে রাতে উপজেলা চত্তরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদেন জেলা প্রশাসক।