শংকর ঋষি, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি,
শাল্লার (সুনামগঞ্জ) জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ মজুমদার বকুল (৬৭) পরলোক গমন করেছেন। তিনি উপজেলার হবিবপুর ইউনিয়নের
নোয়াগাঁও গ্রামের মৃত বসন্ত কুমার মজুমদারের বড় ছেলে।
সোমবার সকাল সাড়ে ৯ টায় ৬ দিন আইসিইউ তে থাকা অবস্থায় এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তিনি মৃত্যু বরণ করেন।
এর আগে আরো ৬ দিন মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসারত ছিলেন তিনি। সেখানে উনার চিকিৎসার উন্নতি না হওয়ায় ডাক্তারের পরামর্শে তাঁকে ওসমানীতে ভর্তি করা হয়েছিল বলে জানান তার ছোট ছেলে ব্যাংক কর্মকর্তা বিপ্রেশ মজুমদার।
মৃত্যুর সংবাদ এলাকায় জানাজানি হলে বকুল বাবুর মৃতদেহকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য তার নিজ বাড়িতে মানুষের ঢল নামে ।
সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও কৃষকলীগ যুগ্ম আহবায়ক পীযুষ শেখর দাস বলেন, বকুল বাবু সত্যিকারের একজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি সবার সঙ্গে হাঁসি মুখে কথা বলতেন। এমন একজন মহৎ ব্যক্তির মৃত্যু সত্যিই কষ্টদায়ক। উনার আত্মার শান্তি কামনায় তিনি সবার কাছে দোয়া আশীর্বাদ প্রার্থনা করেন ।
তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার দুঃখ প্রকাশ করে বলেন, বকুল বাবু একজন ভাল চেয়ারম্যানই ছিলেন না তিনি একজন ভাল মানুষ ও ছিলেন। তার মৃত্যুতে দল একজন দক্ষকর্মী হারালো। তিনি উনার আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।