মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা প্রতিনিধি:
খুলনার রূপসা উপজেলার ঘাটভোগে বিভিন্ন স্কুলে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়।
রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের কৃতি সন্তান, কুয়েত প্রবাসী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, মানবিক ও অতি গরীব, দুঃখী মানুষের বন্ধু আব্দুর জব্বার শেখ এর নিজস্ব অর্থায়নে এ উপকরণ বিতরণ করা হয়।
পিঠাভোগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ রায়ের সভাপতিত্বে ও শিক্ষক নৃপেন্দ্রনাথ রায় এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাইপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক আল- মামুন সরকার।
বুধবার ১৩ই মার্চ সকাল ১১ টার দিকে শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ে ১৫০ ও বামনডাঙ্গা ১০০,পিঠাভোগ ১৫০, আলাইপুর ১০০, গোয়াড়া ৭৫, ডোবা ১০০ ও আনন্দ নগর মাধ্যমিক বিদ্যালয়ে ৭৫ জন মোট ৭৫০ জন ছাত্র -ছাত্রীর মাঝে খাতা ও কলম তুলে দেয়া হয়।
বিতরণ কালে আব্দুর জব্বার শেখ এর প্রতিনিধি হিসেবে ইউনিয়ন আওয়ামী যুবমহিলা লীগের নেত্রী জেসমিন আক্তার ও রূপসার মোল্লা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।