ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির রাজাপুর উপজেলা অফিসার্স ক্লাবে ২০ ফেব্রুয়ারী ২০২৪ ইং সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সচিব-সহ সকল পদমর্যাদার সদস্যদের নিয়ে অপরাজিতা নারী নেটওয়ার্কের জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও অপরাজিতা আফরোজা আক্তার লাইজু। আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন রূপান্ততরের এ্যাডভোকেসি এন্ড ক্যাম্পেইন অফিসার নুরে আজম হায়দারী, জেলা কোর্ডিনেটর উজ্জল কুমার পাল, ফিল্ড কোর্ডিনেটর শাহানাজ পারভীন, ফিল্ড কোর্ডিনেটর সঞ্জীব কুমার পাল।
উক্ত মতবিনিময় সভায় জেন্ডার বিভাজন, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও পরিষদের কর্যক্রম সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়।