মোঃ ফারুক হোসেন, খুলনা প্রতিনিধি:
পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় কোচিং সেন্টারের স্বত্ত্বাধিকারী হাসিবুর শেখ আহত হয়ে হাসপাতালে।প্রাইভেট কার গাছে ধক্কা খেয়ে ক্ষয়-ক্ষতি হলেও ভাগ্য জোরে প্রাইভেট চালক ব্যাংকার দম্পতি’ পরিবার অক্ষত রয়েছেন।
শুক্রবার বেলা ১২ টার দিকে কপিলমুনির বিরাশী মোড় সংলগ্ন সিলেমারপুরে একটি কোচিং সেন্টারের কাছে এ দুর্ঘনা ঘটে। সরেজমিনে গেলে কপিলমুনি ক্যাম্প পুলিশের এসআই শাহাজুল ইসলাম জানান, শুক্রবার কয়রার বাসিন্দা ব্যাংকার মেহেদী হাসান ঢাকা মেট্রো-গ ৩২-৮৩৯১ প্রাইভেট কারে নিজে ড্রাইভিং করে ,স্ত্রী ও শিশু কন্যা নিয়ে বাড়িতে আসছিল। গাড়িটি সিলেমানপুরের স্থানীয় হাসিব কোচিং সেন্টারের কাছে পৌছালে এসময় কোচিং মালিক হাসিব বাড়ীর ভিতর থেকে হঠাৎ বাইসাইকেল নিয়ে মেইন সড়কে উঠছিল। স্থানীয়রা বলছেন, হাসিবকে রক্ষা করতে গিয়ে প্রাইভেট কারটি পাশের বাগানে আছড়ে পড়ে গাছের সাথা ধাক্কা খায়।
এতে হাসিবের হাত-পা ও মাথার পিছন অংশে থেথলে গেছে এবং তার সাইকেল ডুমড়ে -মুচড়ে গেলেও শিশু কন্যাসহ ব্যাংকার দম্পত্তি অক্ষত রয়েছে। তবে গাছে সজোরে ধাক্কা খেয়ে প্রাইভেট কারের সামনের গ্লাসসহ যন্ত্রাংশের ব্যাপক ক্ষতি হয়েছে। আহত হাসিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।