মোঃ কামাল মাহামুদ, নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ-উপলক্ষ্যে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ফিতা কাটার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। পরে মেলাপ্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরও বক্তব্য দেন কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান প্রমুখ।