শরীফ আহম্মেদ শেরপুর, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের মা ভবানীর মন্দির পরিদর্শন করেছেন খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের প্রাচীন জাগ্রত এই মন্দিরটি পরিদর্শন করেন তিনি। হিন্দু ধর্মাবলম্বীদের ৫১টি পীঠস্থানের মধ্যে দিয়ে মন্ত্রী এ সময় মা ভবানীকে পূজা প্রার্থনা করেন।
মন্দির পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মামুন এ কাইয়ুম, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পালসহ আরো অনেকে।