বগুড়া প্রতিনিধি: ইমামুল মিল্লাত,
ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম ও এডিসি মাসুম আলী বেগ প্রমুখ।
এছাড়া জেলা পরিষদ, পৌরসভা, সদর উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন প্রশাসনিক, রাজনৈতিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরাও পুষ্পস্তবক অর্পণ করেন।