হাবিব, গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সাবগ্রামে ট্রেনের নিচে কাটা পড়ে সাবলু নামের এক ব্যক্তির (২৬) মৃত্যু হয়েছে। রবিবার (৩ মার্চ) বিকেলে বগুড়া সদর ইউনিয়নের আকাশতারা সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ট্রেনে দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, রবিবার বিকেলে রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মানসিক ভারসাম্যহীন ছিলেন ওই ব্যক্তি।উষাপাড়া গ্রামের আবদুল জলিলের পুত্র ছিলেন তিনি। তাকে অনেকদিন ধরেই আকাশতারা এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির দেহ আকাশতারা থেকে সাতমাথা পর্যন্ত বিভিন্ন খন্ড ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেগুলো উদ্ধার করে ময়নাতদন্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।