ঝালকাঠি প্রতিনিধি:
৮ মার্চ ২০২৪ ইং আন্তর্জাতিক নারী দিবসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুষ্ঠানে বরিশাল বিভাগ থেকে একমাত্র দাওয়াত প্রাপ্তি হলেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ইউপি সদস্য ও “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী” ক্যাটাগরিতে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ “জয়িতা” মোসাঃ ছালমা বেগম (বাউল ছালমা)। উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী দেশের ৮ জন নারী-কে সম্মাননা প্রদান করিবেন। ছালমা ইতোমধ্যে অর্জন করেছেন ★ নিজ এলাকার জনপ্রিয় নারী ইউপি সদস্য পদ, ★ উপজেলা শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পী ও নির্বাহী সদস্য, ★ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ★ বাংলাদেশ টেলিভিশনে দুইটি বিষয়ের উপর নিয়মিত পল্লিগীতির কণ্ঠশিল্পী, ★ বাংলাদেশ বেতার বরিশালের নিয়মিত বাউল কণ্ঠশিল্পী, ★ বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, ★ রাজাপুর উপজেলা যুব মহিলা লীগের সাংস্কৃতিক সম্পাদক, ★ নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “বাউল ছালমা শিল্পীগোষ্ঠী” এর প্রতিষ্ঠাতা ও সভাপতি, (উক্ত সংগঠনটিও বিটির তালিকাভুক্ত), ★ উপজেলা অপরাজিতা নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক, ★ জেলা অপরাজিতা নারী নেটওয়ার্কের কার্যনির্বাহী সদস্য, ★ রাজাপুর সংবাদিক ক্লাবের নির্বাহী সদস্য, ★ সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী ক্যাটাগরিতে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে “জয়িতা” ।
এ ছাড়াও স্থানীয় বহু স্বেচ্ছাসেবী, শিক্ষা, সাংস্কৃতিক ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। ছালমা বর্তমান ২০২৪ ইং সালের উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভব্য প্রার্থী।