এম এ খালেক খান, বগুড়া প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের দোপকোলা গ্রামের আকবর হোসেন স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত পহেলা রমজান ১৪৪৫ হিজরী উপলক্ষে দোপকোলা কেন্দ্রীয় জামে মসজিদে “রমজানের শিক্ষা ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক ও গবেষক প্রফেসর ডক্টর মুহাম্মদ ইদ্রিস আলম। পাঠাগারের সাধারণ কমিটির সভাপতি ও দোগাছি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মোঃ নুরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে পাঠাগার পরিচালনা পর্ষদের কার্যকরী কমিটির সভাপতি ও দৈনিক সংগ্রাম এর পাবনা জেলা প্রতিনিধি মোঃ রফিকুল আলম রঞ্জু ও কোষাধ্যক্ষ মোঃ ওয়ারিশ হোসেন প্রমুখ বক্তব্য দেন। বক্তারা পবিত্র রমজানের শিক্ষা ও তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন।
আলোচনা সভায় এলাকার মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, আলেম ওলামা, এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, এলাকাবাসী, মিডিয়া কর্মী প্রমখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পাঠাগারের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মাহিন হোসেন আজাদ। পরে ইফতার মাহফিলে ইফতারী প্রদান করা হয়। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।