রেজাউল করিম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলায় ১১ নং গিদারী ইউনিয়ন পাখিমারি বিলে ২০০ একর জমিতে জলবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ডের XCN ও পঁচারকুরা। রাস্তা ও ব্রীজ পরিদর্শন করেন। পরিদর্শন কালে XCN স্যার তাদের একটি পরিকল্পের কথা বলেন, পঁচারকুরা ব্রীজের গেট সস্প্রসারণ ও নদী খনন ও বাইপাস রাস্তায় একটি রেগুলেটর স্থাপন করার কথা বলেন তিনি। পানি উন্নয়ন বোর্ড জলবদ্ধতা থাকার কারণে কৃষি জমি গুলোতে সময় মত ধান উৎপাদন করতে পারছে না কৃষক। ১১ নং গিদরী ইউনিয়নের গাইবান্ধা (সদর ২) নবনির্বাচিত সংসদ সদস্য জনাব,শাহ সারোয়ার কবিরের উদ্যোগে আসেন পানি উন্নয়ন বোর্ড থেকে কর্মকর্তারা।
এ সময় স্থানীয়রা বলেন এ জায়গায় যদি ব্রীজ হয় তা হলে হাজারো কৃষকের মুখে হাসি ফুটবে বলে আশা বাদী, আরো আশ্বাস দেন মাননীয় সংসদ সদস্য ও আরো উপস্থিত থাকা বিভিন্ন নেতাকর্মীরা ও স্থানীয় কৃষক সহ আরো অনেকে।
সহযোগিতায়: জাহিদুল ইসলাম।