ঢাকা   ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট এস এম পি ডিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ উদ্ধার। আরিফুল হক চৌধুরীর প্রচার শুরু সিলেট ৪ আসনে। দাওয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন। চার মামলায় পলাতক থেকেও বে-পরোয়া ‘ডেভিল’ শাহানা উলিপুরে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ সত্যি প্রশংসার দাবিদার। নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকসহ এক আটক বিএনপি যা বলে তাই করে, আর জামায়াত ধর্মকে পুঁজি করে ধোঁকাবাজি করে- মীর শাহে আলম জীবন-মৃত্যুর লড়াইয়ে জুলাই যোদ্ধা সুমাইয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

পঞ্চগড়ে ৭ কোটি টাকা মূল্যের কুষ্টি পাথার উদ্ধার

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪
  • 185 শেয়ার


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার _থানাধীন বানুর হাট বাজারে কষ্টি পাথরের মূর্তি ক্রয় বিক্রয় হইবে এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তিন জন ব্যক্তি অবস্থান করছে। সংবাদটি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করিয়া এস.আই/ (নিরস্ত্র) মোঃ আবু হোসেন, সঙ্গীয় এসআই/(নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান, এসআই/(নিরস্ত্র) মোঃ আসাদুজ্জামান, এএসআই/ মোঃ উমর ফারুক, এএসআই/ নয়ন দেবনাথ, কং/৩৬৮ মোঃ সাজ্জাদুল ইসলাম, কং/৩৩৪ আল মেহেদী, কং/ ৬০০ মোঃ সাইফুল ইসলাম সকলেই জেলা গোয়েন্দা শাখা, জেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড়গণ ০৭/০৩/২০২৪ খ্রিঃ বিকাল অনুমান ০৫.৪৫ ঘটিকার সময় বানুর হাট বাজারে আশ-পাশ ও দোকানে ওৎ পেতে থাকে। একই তারিখ সন্ধা ৬.৩০ ঘটিকার সময় দুই জন ব্যক্তি হাতে একটি ব্যাগ লইয়া দেবীগঞ্জ থানাধীন পামুলী ইউপির সরকার পাড়া মৌজার বানুর হাট বাজারের মোঃ শাহীন শাহ (৪০), পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-বন্দীরাম, থানা-দেবীগঞ্জ এর ফার্মেসীর দোকানে ঢুকিলে ডিবির চৌকস টিমের সদস্যগণ চতুরদিক হইতে ঘেরাও করিয়া অভিযান পরিচালনা করে একটি ১৭ কেজি ওজনের (যাহার উচ্চতা ২৯ ইঞ্চি, প্রন্ত ১১ ইঞ্চি) কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি যার অনুমনিক মূল্য ৭,০০০,০০০ (সাত কোটি) টাকা সহ ১। মোঃ শাহীন শাহ (৪০), পিতা-মৃত মোশারফ হোসেন, সাং-বন্দীরাম, থানা-দেবীগঞ্জ, ২। মোঃ হাবিবুর রহমান (৪৮), পিতা-মৃত আমানত আলী, সাং- কৃষ্ণ কান্ত জোত, ৩। মোঃ শহিদুল (৫৫), পিতা- মোঃ একরামুল হক, সাং- তেঁতুলিয়া, উভয় থানা- তেঁতুলিয়া, জেলা-পঞ্চগড়গণকে হাতে নাতে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূতি একই তারিখ ৬.৫৫ ঘটিকায় জব্দ করেন। উক্ত বিষয়ে দেবীগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪