স্টাফ রিপোর্টারঃ মোঃ নুরুন্নবী
নোমান হোম টেক্সটাইল মাওনা শ্রীপুর গাজীপুর শিল্প কারখানায় কর্তব্যরত অবস্থায় বয়লার পরিচারক
বেলায়েত হোসেন ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। তিনি চট্টগ্রাম জেলার মিরসরাই থানার অন্তর্গত ৬নং ইছাখালী ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা ছিলেন।
তার সহকর্মীগণ জানান বেলায়েত হোসেন সুস্থ অবস্থায় ডিউটি করেছেন। হঠাৎ অসুস্থ হয়ে অদ্য ইন্তেকাল করেন। বেলায়েত
হোসেন অত্যান্ত মিশুক নরম স্বভাবের ধার্মিক একজন মানুষ ছিলেন।
মহান আল্লাহপাক যেন তাকে
জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করেন।
মৃত বেলায়েত হোসেনের মরদেহ তাহার গ্রামের বাড়িতে পাঠাতে
শেষ বিদায়ের সময় বিভিন্ন ভাবে সহযোগিতা করে
মরদেহটি তাহার পরিবার পরিজনের কাছে সঠিক ভাবে পৌঁছে দিতে সহযোগিতা করছেন
বাংলাদেশের বয়লার পরিচারক সংগঠন সমুহঃ
>বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশন
>বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অবঃ বাংলাদেশ গভঃ রেজিঃ এস-১৩২৯৪ এবং
>বাংলাদেশ বয়লার পরিচারক পরিষদ এর দায়িত্বশীল নেতৃবৃন্দগণ।
বয়লার পরিচারক বেলায়েত হোসেন এর অকাল মৃত্যুতে বাংলাদেশের সকল বয়লার পরিচারক সংগঠন এর দ্বায়িত্বশীলগণ তাদের সংগঠন এর পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেছেন।
দৈনিক মুক্তি সমাচার এন্ড ডিএমএস টিভি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন সম্পাদকঃ ইঞ্জিঃ আল আমিন মোল্যা ও প্রকাশকঃ এম, মাসুদ রানা সুমন।