নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মোহাম্মদ কামরুজ্জামান কাইতাখালী,বন্দর,নারায়ণগঞ্জ এলাকার,এলাকাবাসী ও মাদ্রাসার উদ্দ্যোগে দুই দিনব্যাপী এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। মাওলানা আবু সাআদ বেলাল হোসেন,আল্লামা নুরুল হক, মুফতি আবু মোহাম্মদুর রহমানী, মুফতি সাইফুল্লাহ, মুফতি মহা.আলী আল মাহদী,মাওলানা আব্দুল হান্নান, মুফতি বশির উদ্দিন শেরপুরী,মুফতি সালমান তাহের।এছাড়াও মাহফিল পরিচালনায় ছিলেন মুফতি নুরুজ্জামান,সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম মুফতি হোসাইন আহমেদ,মাওলানা ইয়াসিন সাহেব, মুফতি জাহিদুল ইসলাম,মাওলানা ইউনুস সাহেব,মুফতি সাঈদুল ইসলাম সাঈদ,ক্বারী মাওলানা মহিব্বুল্লাহ,ক্বারী মাওলানা আবু সাঈদ।উক্ত মাহফিলের ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়,তার মধ্য মা বাবার প্রতি সন্তানের হক,কেয়ামত সম্পর্কে, ঈমান সম্পর্কে, বর্তমান বিভিন্ন প্রেক্ষাপট সম্পর্কে,নামাজ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।