স্টাফ রিপোর্টার : রেজাউল করিম। ধামরাই বাজার উপজেলা সংলগ্ন তিন রাস্তার মোড়ের চিত্র : দেখার কেউ নেই এখানে প্রতিদিন রিক্সা ও অটো গাড়ি ভ্যান চলাচল করে এই রাস্তা দিয়ে। গাড়ী জ্যামের কারনে জন্য সাধারণের অনেক ভোগান্তি পরতে হয় প্রতিদিন। জ্যামে আটকা পড়ে তাদের কাজে যেতে লেট হয়।এখানে প্রতিদিন সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত গাড়ীর জ্যাম লেগে থাকে এ রাস্তায়। স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র -ছাত্রীদের চলাচল করতে কষ্ট হয়, ঠিক সময়ে স্কুলে যেতে পারে না তারা,তাদের যাতায়াতের একমাত্র পথ এটা যে টা দিয়ে তাদের স্কুলে যেতে হয়। কিন্তু দীর্ঘঘন গাড়ি জ্যামে আটকা থাকলে সময় মতো তারা স্কুলে যেতে পারে না। জীবিকা নির্বাহ করা জন্য বহু মানুষ যাতায়েত করে এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি জ্যামের কারনে দেরি হয় বলে জানান ভুক্ত ভোগী শ্রমজিবি মানুষেরা।শ্রমজিবি মানুষের একটাই দাবি যেন এ রাস্তায় গাড়ী না রাখা হয়।এবং তারা আরো বলেন কালামপুর যাওয়ার জন্য সীমা হলের কাছে গাড়ী রাখলে তাদের চলাচলের পথ সুন্দর হবে বলে জানান তারা।এসব বিষয়ের দিকে প্রশাসনের দৃষ্টি দেওয়ার দরকার বলে জানান তারা যাতে এখানে কোনো প্রকার গাড়ী দুর্ঘটনা না হয়।