সাভার প্রতিনিধিঃ মোঃ মনিরুল ইসলাম হিমেল মনি।
১০ই ফেব্রুয়ারি শনিবার
দৈনিক মুক্তি সমাচার পত্রিকা
সম্পাদক মোঃ মাসুদ রানা
এর মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়।
মাসুদ রানার মায়ের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে মাসুদ রানার বন্ধুবান্ধব তাদের নিজ উদ্যোগে দোয়া মাহফিলের ও তবারক বিতরনের আয়োজন করেন।
মাসুদ রানার বন্ধু-বান্ধবের আয়োজনে মাসুদ রানার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে মাসুদ রানা বলেন।
আসলে আমি যাদের সাথে থাকি যাদের সাথে কাজ করি এরাই আমার আপনজন। আর তারাও আমাকে আপঞ্জন মনে করে বলেই তাহারা ইতিপূর্বেও ভাবে তারা আমার পাশে ছিলেন এখনো আছেন আমি আশাবাদী ভবিষ্যতেও থাকবেন।
আমি সব সময় আমার সহকর্মী বন্ধু বান্ধবের মা-বাবাকে নিজের বাবা-ভাই মনে করি। আর আবার বন্ধুবান্ধব তেমনি আমার মা-বাবাকে তাদের মা-বাবা মনে করেই আজ আমার মায়ের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে এত বড় আয়োজন করলেন। আমার মাকে মা মনে করে আজ আমার যে সকল বন্ধুবান্ধব মায়ের মাগফেরাত কামনায় এত সুন্দর আয়োজন করেছেন। মহান আল্লাহ পাক যেন তাদের মা বাবাকে শান্তিতে রাখেন।
মিলাদ মাহফিল শেষে উপস্থিত সকলের জন্য খাবারের বন্দোবস্ত করেন মাসুদ রানার বন্ধু বান্ধব সকল।
মাসুদ রানা তার পরিবারের পক্ষ হতে তার বন্ধুদের জন্য কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানিয়েছেন এবং আয়োজকদের পরিবার-পরিজনের জন্য দোয়া করেছেন।
মাসুদ রানা তার মৃত মা সহ যে সকল মা-বাবা মৃত্যু বরণ করেছেন তাদের জন্য এবং যাহারা জীবিত আছেন সকলের জন্য দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত জানিয়েছেন।