ঢাকা   ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেট এস এম পি ডিবির অভিযানে ভারতীয় পেঁয়াজ উদ্ধার। আরিফুল হক চৌধুরীর প্রচার শুরু সিলেট ৪ আসনে। দাওয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ মহিলা মাদ্রাসার শুভ উদ্বোধন। চার মামলায় পলাতক থেকেও বে-পরোয়া ‘ডেভিল’ শাহানা উলিপুরে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ সত্যি প্রশংসার দাবিদার। নভেম্বরেই গণভোটের দাবিতে উত্তাল পল্টন বিজিবি ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন কর্তৃক পৃথক দুটি অভিযানে মাদকসহ এক আটক বিএনপি যা বলে তাই করে, আর জামায়াত ধর্মকে পুঁজি করে ধোঁকাবাজি করে- মীর শাহে আলম জীবন-মৃত্যুর লড়াইয়ে জুলাই যোদ্ধা সুমাইয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

দুপুরে শাহবাগ ব্লকেডের ঘোষণা হাইকোর্ট মাজারগেট ছাড়লেন শিক্ষকরা, রাতভর অবস্থান শহীদ মিনারে।

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
  • 47 শেয়ার

শাহরিয়ার ইসলাম,ভ্রাম্যমান প্রতিনিধি,ঢাকা

 

 

হাইকোর্টের মাজারগেটে অবস্থান কর্মসূচি শেষ করে মিছিলসহ কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে ফিরে গেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। রাতভর সেখানে অবস্থান করবেন বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে শিক্ষকরা দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারের উদ্দেশে রওনা হন। এ সময় নতুন কর্মসূচির ঘোষণা দেন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের’ সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি জানান, আগামীকাল দুপুর ১২টার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে তারা শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করবেন।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, “আজ রাতে আমরা শহীদ মিনারে ফিরে গিয়ে রাত যাপন করব এবং আগামীকাল দুপুর ১২টার আগে প্রজ্ঞাপন না এলে ঠিক ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করব। এই সিদ্ধান্ত অপরিবর্তনীয়।”

এর আগে বিকেল ৪টার পর থেকে হাইকোর্ট মাজারগেটের সামনে অবস্থান নেন শিক্ষক-কর্মচারীরা। শুরুতে শহীদ মিনার থেকে তারা ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু করলেও মাজারগেটের কাছে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে সেখানে বসেই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

শিক্ষকদের তিন দফা দাবি হলো- মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং চতুর্থ শ্রেণির কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর ঘোষণার পর শিক্ষকদের অবস্থান কর্মসূচি আরও জোরালো আকার নিচ্ছে। কেন্দ্রীয় শহীদ মিনারে রাতভর অবস্থানের মধ্য দিয়ে শিক্ষকদের আন্দোলন এখন নতুন পর্যায়ে পৌঁছেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪