ঢাকা   ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পুত্র সন্তানের বাবা হলেন দৈনিক মুক্তি সমাচার, নির্বাহী সম্পাদক মো: পিয়ারুল ইসলাম। নরসিংদীর আঃ হান্নান মানিক ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর পদে পদোন্নতি। ৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক গোপালগঞ্জ মুকসুদপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। পাইকগাছায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি । ধর্ম নিয়ে ভন্ডামি মানুষ ধরে ফেলেছে, একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ দেশ- মীর শাহে আলম শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০ নড়াইলে স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েক বছরের ব্যবধানে কম্পাউন্ডার গড়ে তুলেছে অবৈধ সম্পদে পাহাড়। ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ । তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে পানছড়িতে বিএনপি ও যুবদলের লিফলেট বিতরণ ও সাংগঠনিক সভা ।

ডিমলায় বন্যায় উদ্ধারের নৌকা রেসকিউ বোট, অযত্নে অবহেলায় অচল হয়ে পড়েছে

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
  • 34 শেয়ার

আশীষ বিশ্বাসনী লফামারী প্রতিনিধি

 

নীলফামারীর ডিমলায় সীমান্তবর্তী তিস্তা নদীতে বন্যা মোকাবিলার জন্য কোটি টাকারও বেশি মূল্যে কেনা দুটি উদ্ধারকারী নৌকা (রেসকিউ বোট) অযত্নে-অবহেলায় অচল হয়ে পড়েছে। নৌকাগুলো দীর্ঘদিন ধরে রোদ-বৃষ্টিতে পড়ে থেকে মরিচায় ক্ষতিগ্রস্ত, কেবিন-জানালা ভাঙা ও ইঞ্জিন প্রায় অচল হয়ে গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২০২০ ও ২০২১ সালে নীলফামারীর ডিমলায় বরাদ্দ পাওয়া নৌযান দুটি রাখা হয় খগাখরিবাড়ি ইউনিয়নের পাগলপাড়া ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ডনের সাইড ঘাটে। একেকটি ৫৪ ফুট লম্বা ও ১২.৫ ফুট চওড়া নৌকা ৮০ জন যাত্রী বহনে সক্ষম এবং ঘণ্টায় ৭ নটিক্যাল মাইল বেগে চলতে পারে। উদ্দেশ্য ছিল বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে মানুষ ও গবাদি পশু উদ্ধার এবং ত্রাণ কার্যক্রমে ব্যবহার করা।

সরকারি নথি অনুযায়ী প্রতিবছর রক্ষণাবেক্ষণ, জ্বালানি ও রং করার জন্য অর্থ বরাদ্দ থাকে। কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। স্থানীয়রা জানান, সামান্য মেরামত বা ক্ষুদ্র রক্ষণাবেক্ষণের জন্য টাকা উত্তোলন হলেও তার ব্যবহার হয়নি। নৌকাগুলো বর্তমানে অচল হয়ে পড়ে আছে।

একজন নৌকার ক্রু জানান, ২০২১ সাল থেকে নৌকাটি এখানে আছে, কিন্তু এক লিটার মবিলও সরবরাহ করা হয়নি। এমনকি ১০ মাস ধরে তাদের বেতনও বন্ধ। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটি টাকার সরকারি সম্পদ নষ্ট হওয়া অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী জানান, সরকারের দেওয়া নৌকাগুলো দায়িত্বপ্রাপ্তদের অবহেলায় অকেজো হয়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে এগুলো সম্পূর্ণ ধ্বংস হবে। ডিমলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশরাফুল ইসলাম বলেন, নৌকাগুলো ব্যবহার না হওয়া দুঃখজনক। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সচল করার উদ্যোগ নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪