স্টাফ রিপোর্টার: রেজাউল করিম,
পবিত্র দারসুল কুরআনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত টাংগাইলের এক হল রুমে জেলা সেক্রেটারি হাফেজ মেহেদী হাসান মোমিন এ-র পরিচালনায় জেলার অধিভুক্ত সকল উপজেলা কর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
এ প্রোগ্রামে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আঃ রাজ্জাক, বায়তুলমাল সম্পাদক রুহুল আমিন মুক্তা, সাহিত্য সম্পাদক শামীম হোসাইন,প্রকাশনা সম্পাদক সাব্বির মোল্লা,নাগরপুর উপজেলা সাবেক সভাপতি মো.তোফায়েল আহমেদ প্রমূখ।
এসময় অগ্রসর কর্মীদের মানোন্নয়নের লক্ষ্যে কর্মী ভাইদের মাঝে ডাইরি, কলম সহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পরিশেষে সমাপনী বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। সহযোগিতায় : ডা. আব্দুল মান্নান