স্টাফ রিপোর্টার: রেজাউল করিম,
সরকার প্রতি মাসে কার্ডধারিদের মাঝে টিসিবি পণ্য বিক্রি করে থাকে । লক্ষ্য করা যাচ্ছে যে গত কয়েক মাস যাবত একই স্থানে কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে নাগরপুর আওতায় ১২ টি পয়েন্টে । নাগরপুর পয়েন্টে ডিলার নিয়োগ প্রাপ্ত থাকলেও অজ্ঞাত কারণে সময় মতো নিদিষ্ট স্থানে টিসিবির পণ্য আসতে দেরি হয় । এতে করে ক্রেতাগণ চরম ভোগান্তিতে পড়েছে ধরতে হচ্ছে দীর্ঘ লাইন।
পূর্বে যেখানে খুব সহজেই একজন কার্ডধারি পণ্য নিয়ে বাড়িতে চলে যেতে পারতো এখন সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাড়িয়ে থেকে দিনের অন্যান্য কাজ বাদ নিয়ে টিসিবির পন্য নিতে হচ্ছে তাদের। ক্রতাগণ এই ভোগান্তির অবসান চায়।