ঝালকাঠি প্রতিনিধি: আলমগীর শরীফ,
“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে যথাযথ মর্যাদায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২৪ পালিত হয়েছে।
শুক্রবার (৮মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরউজ্জামান।উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এ্যাডঃ আলহাজ্ব খায়রুল আলম সরফরাজ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা খানম, বেসরকারি প্রতিষ্ঠান সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, সাংবাদিক রেজাউল ইসলাম পলাশ ফরাজী ও সমাজসেবক হাফিজা পলাশ প্রমুখ।