সুরুজ্জামান রাসেল, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় ওয়ারেন্ট ভুক্ত ০৫ আসামীকে ১১মার্চ ২০২৪ তারিখে দিবাগত-রাতে গ্রেফতার করে জিএমপি পূবাইল থানা পুলিশ।
জিএমপি পূবাইল থানার এসআই শওকত এমরান ও এএসআই ছামিউল হক সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালিন টহল ডিউটি করাকালিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া পূবাইল থানাধীন নারায়নকুল এলাকা হতে সি আর মামলানং- ৬২৫/২৩, ধারা- ১৪৩/৩২৩/৪৪৮/৩৭৯/৩৮৫/৪২০/৫০৬ দন্ড বিধি এর ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামী হল-
১। মমিন মিয়ার ছেলে মোঃ আলতাফ হোসেন, ২। মিরাজ উদ্দিনের ছেলে মমিন মিয়া, ৩।মমিন মিয়ার ছেলে আওলাদ হোসেন,৪। সালাম পাটোয়ারীর ছেলে রবিউল ইসলাম (৩২), ও ৫। মোঃ মমিন মিয়ার ছেলে মোঃ আক্তার হোসেন সকলের ঠিকানা গাজীপুর জেলার পূবাইল থানার নারায়নকুল গ্রামের (আমির হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া) পূবাইল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, আসামিদের গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।