গাজীপুর প্রতিনিধিঃ স্বর্ণা আক্তার।
গাজীপুর টঙ্গী পশ্চিম থানা, বড় দেওড়া হাজী পিয়ার আলী স্কুল মাঠ, জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায়, ৫৩ নম্বর ওয়ার্ড,বড়দেওড়া এলাকায় হাজী পিয়ার আলী স্কুল মাঠ জনসভা ও র্যালির আয়োজন করা হয়।
২০ শে সেপ্টেম্বর ২০২৫ ইং থেকে ৩১ শে অক্টোবর ২০২৫ ইং মোট এক মাস ১১ দিন ব্যাপী কার্যক্রম।

আজকের অনুষ্ঠান সভায় আঃ মতিন ভূঁইয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন, জাকের পার্টি সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, বিশেষ অতিথি ছিলেন,সভাপতি ৫৩ নং ওয়ার্ড আব্দুল কুদ্দুস ভেন্ডার, সহ-সভাপতি জাকের পার্টি মোঃ আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি দেলোয়ার হোসেন পাটোয়ারী, প্রচার সম্পাদক জাকের পার্টি মোঃ রফিকুল ইসলাম, সভানেত্রী গাজীপুর মহানগর মোসাম্মত রাজিয়া সুলতানা, সভানেত্রী জাকের পার্টি ছাত্রী ফ্রন্ট তামান্না আক্তার, সাধারণ সম্পাদক ৫৩ নং ওয়ার্ড মোঃ আবুল হাসেম, সভাপতি জাকের পার্টি যুব ফ্রন্ট মোঃ রাজু মৃধা,জাকের পার্টি ছাত্র ফ্রন্ট মোঃআসাদুজ্জামান রানা, জাকের পার্টি ছাএী ফ্রন্ট মোসাম্মত সিমা আক্তার, এবং উক্ত ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভক্তরা বলেন, আজকের স্বাধীনতা ৫৪ বছর কিন্তু আমরা এখনো স্বাধীনতা পাইনি, আমাদের জান মালের নিরাপত্তা পায়নি, ঘুম খুন মিথ্যা মামলা হয়রানির শিকার আমাদের দেশের মানুষ,আমাদের দেশে আহাজারি হানাহানি ঘুম খুন এরই নাম কি বাংলাদেশ, এটা কোন স্বাধীন দেশ হতে পারে না, আমরা শান্তিতে থাকতে চাই,শান্তিতে বাঁচতে চাই আমরা কালো শক্তির কাছে পিছিয়ে যাব না, সত্য এবং আদর্শ নেতার দরকার, সেই নেতা হলো আমাদের জাকের পার্টি নেতা,জাকের পার্টি শুধু দেশের নেতা নয়, সারা বিশ্বের নেতা, জাকের পার্টি চাই সত্য ইসলামকে সবার মাঝে ছড়িয়ে দিতে সঠিক পথে চলার জন্য দাওয়াত দিয়ে আসছেন এবং সবাই কে ঐক্য বদ্য করা, যতদিন না পর্যন্ত যোগ্যতা সম্পন্ন পবিত্র নেতার আবির্ভাব না হবে ততদিন পর্যন্ত স্বাধীন ভাবে দেশের মানুষ চলাচল করতে পারবে না,সুতরাং পবিত্র নেতা হিসেবে আমাদের জাকের পার্টিকে বেছে নিতে পারেন, ওয়ার্ড জেলা উপজেলা দাওয়াত দিয়ে পবিত্র গোলাপ ফুলের ভোট দেওয়ার আহবান জানান, শেষে সবার সহযোগিতায় জনসভা ও র্যালী সফলভাবে সমাপ্ত হয়।