ঢাকা   ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ । ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পুত্র সন্তানের বাবা হলেন দৈনিক মুক্তি সমাচার, নির্বাহী সম্পাদক মো: পিয়ারুল ইসলাম। নরসিংদীর আঃ হান্নান মানিক ঢাকা বিভাগের ডিভিশনাল অ্যাম্বাসেডর পদে পদোন্নতি। ৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক গোপালগঞ্জ মুকসুদপুরে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। পাইকগাছায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি । ধর্ম নিয়ে ভন্ডামি মানুষ ধরে ফেলেছে, একমাত্র তারেক রহমানের হাতেই নিরাপদ দেশ- মীর শাহে আলম শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০ নড়াইলে স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েক বছরের ব্যবধানে কম্পাউন্ডার গড়ে তুলেছে অবৈধ সম্পদে পাহাড়। ভারতীয় নাগরিকের লাশ বাংলাদেশীর আত্মীয়-স্বজনকে দেখাতে সহযোগিতা করল বিজিবি – বিএসএফ । তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে পানছড়িতে বিএনপি ও যুবদলের লিফলেট বিতরণ ও সাংগঠনিক সভা ।

জাঁকজমকপূর্ণভাবে দৈনিক ফুলতলা প্রতিদিন-এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
  • 102 শেয়ার

মোঃ শাকিল হাসান

 

দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় স্থানীয় দৈনিক ফুলতলা প্রতিদিন তার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টায় ফুলতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধের শহীদ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

শাহাদাত হোসেন এর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য খুলনা-২ এবং খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি। সভাপতিত্ব করেন দৈনিক ফুলতলা প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার। এছাড়া দৈনিক ফুলতলা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক জি এম শহীদুল ইসলাম, সহ-সম্পাদক মীর দিনার হোসেন, বার্তা সম্পাদক নাসিম রেজা, সিআইএন টিভির সম্পাদক আবু হামজা বাঁধন সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর্জা গালিব উজ্জ্বল, ভাইস চেয়ারম্যান গোলাম রব্বানী, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাকিল হাসান, যুগ্ম মহাসচিব মো: জুবায়ের, যুগ্ম মহাসচিব উজ্জ্বল হোসেন প্রধান, দৈনিক ফুলতলা প্রতিদিন-এর বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি ও স্থানীয় গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মোহাম্মদ আলি আসগার লবি বলেন, “ফুলতলা প্রতিদিন প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে। এটি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশা করি, পত্রিকাটি আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাবে। পাশাপাশি দেশের সাংবাদিকদের জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত একটি সাংবাদিক সুরক্ষার আইন প্রণয়ন জরুরি, যাতে সাংবাদিকরা নির্ভয়ে তথ্য পরিবেশন করতে পারেন।”

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবু হামজা বাধন। তিনি বলেন, “ফুলতলা প্রতিদিনের মতো স্থানীয় পত্রিকাগুলো শুধু সংবাদ পরিবেশনই নয়, সমাজের সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণের দৃষ্টি আকর্ষণ করে। দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়নে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকতার মান রক্ষায় যোগ্যতা নির্ধারণে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার।”

দৈনিক ফুলতলা প্রতিদিন প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার বলেন, “আমাদের লক্ষ্য কেবল সংবাদ পরিবেশন নয়, বরং জনগণের সচেতনতা বৃদ্ধি ও সমাজের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে গণমাধ্যমকে শক্তিশালী করা। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন প্রেরণা। আমরা আগামী দিনগুলোতেও ফুলতলা তথা দক্ষিণাঞ্চলের মানুষের সেবা করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানে বক্তারা দৈনিক ফুলতলা প্রতিদিন-এর অগ্রযাত্রায় ফুলেল শুভেচ্ছা জানান এবং স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী ও সমাজসেবীদের মধ্যে পত্রিকার অবদান নিয়ে আলোচনা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দৈনিকটি আরও সুসংগঠিত হয়ে দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী পর্বে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয় ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক ফুলতলা প্রতিদিনের আইসিটি বিষয়ক সম্পাদক মো. ওলিউল্লাহ। অনুষ্ঠান শেষে সকল অতিথিদের মধ্যান্হভোজের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪