কামরুজ্জামান, নীলফামারী প্রতিনিধি :
সঠিক তথ্যে ভোটার হবো “স্মাট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়। শনিবার (২মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি, আর সারোয়ার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা আ:ওয়াহেদ বাহাদুর চেয়ারম্যান উপজেলা পরিষদ জলঢাকা, সহকারী কমিশনার (ভূমি) জলঢাকা , উপজেলা নির্বাচন অফিসার জনাব আলী হোসেন, সহকারী শিক্ষা অফিসার জনাব আনোয়ারুল হক,পৌর সভা ২ নং ওয়ার্ডের কাউন্সিলর মন্টু, সহ বিভিন্ন অফিসে কর্মরত কর্মকর্তা,কর্মচারী গন উপস্থিত ছিলেন ।