ঢাকা   ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হল শাওনের জানাযা ! কালিয়া মৎস্য অফিসে ব্যবসায়ীদের মাঝে মাছ সংরক্ষণের জন্য বক্স বিতরণ। ঠাকুরগাঁওয়ে চার দফা দাবী আদায়ে ঔষধ ব্যবসায়ীদের মানববন্ধন । ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রেললাইন নয়: যেনো লাল গালিচা । কুরবানির ঈদ সামনে গরু ছাগল চোর হতে সাবধান ডিমলা থানার ওসির সতর্কবার্তা কুড়িগ্রামে নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধারে আলোচনা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে গভীর রাতে টিসিবির পণ্য বাড়িতে নেওয়ার চেষ্টা, আটকে দিয়েছে স্থানীয়রা । জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সুবিধাভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন। উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সফলতা লাভে প্রশিক্ষণের বিকল্প নেই । ১২০৫ লিটার চোলাই মদ সহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনার পাইকগাছা উপজেলার মধুখালীতে থার্ড ফিশারিজ প্রকল্পের অর্থায়নে নির্মিত কালভার্ট ভেঙে পড়েছে।

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বুধবার, মে ৭, ২০২৫
  • 138 শেয়ার

অর্ঘ্য মল্লিক, পাইকগাছা উপজেলা প্রতিনিধি:

 

খুলনা, ৭ মে ২০২৫ খুলনার পাইকগাছা উপজেলার মধুখালী বাজার ও মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি কালভার্ট আজ বিকেলে ভেঙে পড়েছে। স্থানীয়রা জানান, একটি ইটবোঝাই ট্রাক কালভার্টটি পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে, ট্রাকচালক ও সহকারী অক্ষত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কালভার্টটি ১৯৯০-৯১ অর্থবছরে থার্ড ফিশারিজ প্রকল্প এর আওতায় নির্মিত হয়েছিল। প্রকল্পটির মূল লক্ষ্য ছিল মৎস্য খাতের উন্নয়ন, তবে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে কিছু এলাকায় কালভার্ট ও সেতু নির্মাণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে কালভার্টটি দুর্বল হয়ে পড়েছিল, যা আজকের দুর্ঘটনার কারণ হতে পারে।

কালভার্টটি ভেঙে পড়ার ফলে মধুখালীসহ আশেপাশের ৬-৭টি গ্রামের মানুষের যাতায়াতে চরম ভোগান্তি দেখা দিয়েছে। বিশেষ করে স্কুল শিক্ষার্থী, মৎস্য ব্যবসায়ী ও চাকরিজীবীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। স্থানীয়রা জানান, এই কালভার্টটি ছিল এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম, যা এখন সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা নিশান বিশ্বাস বলেন, কালভার্টটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আমরা বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকের দুর্ঘটনা তারই ফল।

এ ইউপি সদস্য চম্পক বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কালভার্টটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি, অল্প সময়ের মধ্যেই বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা দ্রুত কালভার্টটি মেরামত বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে করে তাদের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪