নিজস্ব প্রতিবেদন:ঢাকা বিভাগের তেরোটি জেলার স্ব স্ব জেলা প্রশাসন কর্তৃক মনোনীত নির্দিষ্ট সংখ্যক কলেজ শিক্ষার্থী নিয়ে গঠিত ভিন্ন ভিন্ন তেরোটি দল আজকে জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর, আগারগাঁও পরিদর্শন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় জিসান দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সঠিক উত্তর করে দ্বিতীয় স্থান অর্জন করে ও পুরস্কার লাভ করে!গোপালগঞ্জ জেলা প্রশাসন ত্রিশ জনের একটি দল পাঠায়। উক্ত দলে গোপালগঞ্জ জেলার প্রতিযোগীদের মাঝে বিজ্ঞান বিভাগের ছাত্র হয়েও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজে জিসানের এই অর্জন সত্যিই আনন্দের ।এর আগে গোপালগঞ্জ দল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন পরিদর্শন ও রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সাথে সাক্ষাত সম্পন্ন করে। জিসানের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর ইউনিয়নের সন্তান, বাবা মৃত শরীফ মিজানুর রহমান জাকির, দাদা মৃত-শরীফ হেমায়েত উদ্দিন। তার এমন অর্জনে গর্বিত এলাকিবাসি ও তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।