আনোয়ার হোসেন, ঢাকা দক্ষিণ সিটি প্রতিনিধি:
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)র কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল প্রকল্প (সিবিডি) বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে এ কথা বলেন বক্তারা।
রোববার (১০ মার্চ) বিকেল ৩ ঘটিকায় কামরাঙ্গীরচরের (কুড়ারঘাট) হাসপাতাল মাঠে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে কামরাঙ্গীরচর থানার তিনটি ওয়ার্ডের অর্ধ লক্ষাধিক মানুষ সমবেত হন। মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহিমের সভাপতিত্বে কামরাঙ্গীরচরের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, মানবাধিকার কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়েছেন।
সমাবেশে বক্তারা কামরাঙ্গীরচরকে কেন্দ্র করে নেয়া সিবিডি প্রকল্পকে এখানকার শত বছর ধরে গড়ে ওঠা জনপদের মানুষের অস্তিত্ববিনাশী বলে দাবি করেন। তারা জানান, প্রকল্প নিয়ে সিটি কর্পোরেশনের লুকোচুরি ভূমিকা মানুষকে আরো আতঙ্কিত এবং বিক্ষুব্ধ করেছে।
অনুষ্ঠানে বক্তারা সিবিডি প্রকল্প বাতিলের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলনা চলবে বলে জানান। সমাবেশ শেষে কামরাঙ্গীরচর জন্মভূমি রক্ষা কমিটি হাসপাতাল মাঠ থেকে খোলামোড়া ঘাট পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা।এ সোনা উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ হোসেন উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জনাব আঃ রহিম।