“বাচ্চা লোকের সাচ্চা মন”
সকাল দুপুর খোকা খুকু
গাছের তলায় ঘুরে,
না পায় খুঁজে পাখির বাঁসা
উদাস উদাস মু- রে।
টুনটুনি হায় বাসা বাঁধে
কুটুর গাছের পাতায়
তুলায় সেলাই করে,
চুপিচুপি যায় রে খোকা
দু -হাত চেপে ধরে।
টুনটুনির মায় গায় রে গান
করুণ বিলাপ করে,
তাই দেখিয়া খোকার মনে
দরদ জাগে দেয় সে তখন ছেড়ে।।
বাড়ি এসে বলে খোকা
শোনো আম্মাজান!
পাখির কান্না খুব মায়াবী
মনে লাগে টান।
তাই তো আমি দিচ্ছি ছেড়ে
ছোট্ট টুনটুনি,
লোকে বলে পাখ-পাখালি কষ্ট পেলে
দেয় নাকী মনি।
খোকার কথা শোনে মায়ে
নিরব হয়ে যায়,
মায়ার দৃষ্টি করে খোকার
কপোল চুমো খায়।
মায়ে বলে ওরে খোকা
বলি তোমায় শোনো,
পাখ -পাখালি বন্ধু মোদের
উপকারী যেনো।
বাচ্চা লোকের সাচ্চা মন
হৃদয় কুসুম ফুল,
আদর্শবান গড়তে হলে
শিখাও সত্য বোল।