ডেস্ক নিউজ:০৭ মার্চ(চট্রগ্রাম)
নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার বিকেলে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে “জয় বাংলা কনসার্টের আয়োজন ও অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
জয় বাংলা কনসার্টের প্রস্তুতি দেখতে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি ।
সেখানে সিএমপি পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার (অ্তিরিক্ত আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম বার, পিপিএম (বার) ।
আরো উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা সহ জেলা প্রশাসক কার্যালয়ে উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
চট্টগ্রাম জেলা প্রশাসন এর তত্ত্বাবধানে অনুষ্ঠান টিতে দেশের শীর্ষস্থানীয় ০৯টি ব্যান্ড দল তাদের জনপ্রিয় গান পরিবেশন করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। বিকেলে শুরু হয়ে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে।