মোঃজাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি(ক্রাইম):
সিরাজগঞ্জ ৪ উল্লাপাড়ার নির্বাচিত এলাকা উধুনিয়া ইউনিয়ন পরিষদের দীঘলগ্রাম হাফিজিয়া মাদ্রাসা শুভ উদ্ভোধন ও গণসংবর্ধনায় সাধারণ মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম শফি, এমপি,সভাপতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থায়ী কমিটি।
হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্ভোধন শেষে দীঘলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং উধুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু বক্তব্য কালে উধুনিয়া ইউনিয়নে রাস্তা,ঘাট,স্কুল ও কলেজের উন্নয়ননের জন্য জোর দাবি জানান।
নব নির্বাচিত সংসদ তার বক্তব্যে বলেন উধুনিয়ার মানুষ আমাকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে,এই এলাকার মানুষ বার বার আমার পাশে থেকেছে,সহযোগিতা করেছে,এখন সময় আপনাদের পাশে থাকার,এই এলাকার উন্নয়ন করার।
তিনি আরও বলেন খুব দ্রুতই উধুনিয়া ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তার কাজ শুরু হবে,এ ছাড়াও এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের বলেন,আপনার একটি তালিকা তৈরি করুন,রাস্তা,স্কুল,কলেজ ও মাদ্রাসার কাজ অগ্র অধিকার পাবে।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন আসন্ন উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেদায়েত আহমেদ এলান,সদস্য,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ।
এ সময় আসন্ন উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেদায়েত আহমেদ এলান বলেন,আজকের এই গণসংবর্ধনা প্রমাণ করে মাননীয় এমপি মহোদয় আপনাদের কতটা প্রিয়,আপনারা তাকে বার বার নির্বাচিত করেছেন,আপনাদের চাওয়া-পাওয়া খুব দ্রুতই এমপি মহোদয় এর হাত ধরে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ।
শুভ উদ্ভোধন ও গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,মোঃমাহমুদ আলী বাবু,সাধারণ সম্পাদক,উধুনিয়া ইউনিয়ন আওয়ামী,শিক্ষক সমাজ,উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ অত্র এলাকার সর্ব সাধারণ।