এস,এম, নাদিরুজ্জামান আজমল, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত উপজেলা অষ্টগ্রাম উপজেলার সব প্রান্তেই বাঁচতে শুরু করেছে উপজেলা নির্বাচনের ডামাঢোল। এবার চার ধাপে উপজেলা পরিষদ ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, আর ১১মে দ্বিতীয় ধাপে অষ্টগ্রাম উপজেলার প্রায় দেড় লক্ষাধিক ভোটার উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়ে চড়ে বসেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। এবারের নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে মনোনয়ন না দেয়ার সিদ্ধান্তের কারনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অষ্টগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন উপজেলার ৬ জন সম্ভাব্য প্রার্থী। ইতোমধ্যে ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা তাদের পরিচয় তুলে ধরছেন এবং প্রতিনিয়ত ভোটারদের সাথে কুশল বিনিময় করে প্রার্থী হওয়ার কথা জানিয়ে দোয়া চাইছেন। সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হাট বাজারে গিয়ে প্রার্থীতা জানান দিয়ে ভোটারদের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করছেন। তারা এলাকার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে- অংশগ্রহণ করে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারে সরব হয়ে উঠেছে ভোটের মাঠ। অনেকেই আবার ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, উঠান বৈঠক ও কর্মী সমাবেশ শুরু করছেন। সামাজিক নানা ধরনের অনুষ্ঠানে হাজির হচ্ছেন তারা। নির্বাচন যতোই ঘনিয়ে আসছে ততোই প্রার্থীদের কর্মী সমর্থকরা তাদের পছন্দের প্রার্থীর জন্য দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভোটারদের কাছে তাদের প্রশংসা করে পরিচয় তুলে ধরার চেষ্টা করছেন। উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে যারা প্রস্তুতি নিয়ে কাজ করছেন তারা হলেন- অষ্টগ্রাম উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, বাংলাদেশ মৎসজীবি সমবায় সমিতির চেয়ারম্যান এ,এফ মাশুক নাজিম, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমল, সৈয়দ মুহিতুল ইসলাম অসীম, এডভোকেট বিপ্লব হায়দারী, মোঃ মনিরুজ্জামান লিটন।
উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে যারা প্রস্তুতি নিয়ে কাজ করছেন তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব, সাংবাদিক গোলাম রসুল ভুইয়া, এম এ আজিজ, বশর আহমেদ কালা রাজা, আল-আমিন শেখ।
উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রস্তুতি নিয়ে কাজ করছেন তারা হলেন- মোছাঃ নাসিমা আক্তার, মোছাঃ চায়না সোয়াব, মোঃ শেলী আক্তার।
তফসিল ঘোষণা না হলেও অষ্টগ্রাম উপজেলার সব ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সম্পর্কে ভোটারদের মতামত জানতে চাইলে তারা বলছেন নির্বাচন এলেই কেবল নেতাদের পা পড়ে প্রত্যন্ত অঞ্চলের জনপদে, যতোই নির্বাচন ঘনিয়ে আসছে ততোই প্রার্থী এবং তাদের সমর্থকদের আনাগোনা বেড়ে যায়। শুধু নির্বাচন এলেই ভোটারদের কদর বাড়ে। যতোদিন নির্বাচন থাকে ততদিন তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠে গোটা অঞ্চল। নির্বাচন চলে গেলে এসব নেতারা আর আমাদের খোজঁখবর রাখেনা। তবে এবারের নির্বাচন হবে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ের নির্বাচন। কারন দলীয় মনোনয়ন না হলে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার ব্যাপারে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন অষ্টগ্রাম উপজেলার ভোটাররা।