মোঃজাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি (ক্রাইম):
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের ঝিকিড়া মধ্যপাড়া নূরানী জামে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক ইসলামীক জালসা অনুষ্ঠিত হয়।উক্ত জালসায় বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন আসন্ন উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হেদায়েত আহমেদ এলান।প্রায় মাঝ রাতে জালসার এন্তেজামিয়া কমিটির আহব্বানে বিশেষ অতিথি হয়ে বক্তব্যকালে প্রথমেই উপস্থিত মুসুল্লিদের কাছে মনোযোগে বিঘ্ন ঘটানোর জন্য ক্ষমা চেয়ে নেন।
এ সময় উপস্থিত মুসুল্লিদের উদ্দেশ্য হেদায়েত আহমেদ এলান বলেন,আমি আসন্ন উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই,আপনারা আমার ভাই বন্ধু।আপনাদের সহযোগিতা ও সমর্থন ছাড়া কখনো এগিয়ে যাওয়া সম্ভব নয়।আপনারা আমাকে সহযোগিতা করবেন,আপনাদের পাশে রাখবেন,আমি আপনাদের পাশে থাকতে চাই এবং আপনাদের প্রাণ প্রিয় নেতা ও আমার ভগ্নিপতি প্রয়াত এ্যাডঃমারুফ বিন হাবিবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী এই ছাত্রনেতা আরও বলেন,আপনারা ইসলামিক জালসায় আসুন,বসুন এবং পবিত্র কুরআনের তাফসির শুনুন,নিজে ইসলামের শীতল ছায়ায় থাকুন এবং আপনার পরিবার ও সমাজকে ইসলামের শাসন ও নীতি আদর্শে গড়ে তুলুন।
নিরাপদ,মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আধুনিক স্মার্ট উল্লাপাড়া উপজেলা গড়তে হেদায়েত আহমেদ এলান ভাইয়ের বিকল্প নেই বলে মন্ত্যব করেন উপস্থিত মুসুল্লি।